Alexa চট্টগ্রামে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা

চট্টগ্রামে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০৬ ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৩:৩৬ ১৯ অক্টোবর ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম বন্দরীর নিমতলীতে বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ একটি বাসা থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করেছে।

শনিবার বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায় বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন।

নিহতরা হলেন মো. আরিফ ও তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা।

ওসি বলেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল। এ ঘটনায় নিহত আরিফের স্ত্রী হাছিনা আক্তার, তার বোন নাছিমা আক্তার ও কামাল উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে হাছিনা আক্তার তার মেয়ে ফাতেমা বেগমের লাশ কাঁধে নিয়ে হাসপাতালের দিকে রওয়ানা হলে এলাকাবাসীর চ্যালেঞ্জের মুখে পড়েন। পরে পুলিশ ঘটনা জানতে পেরে বাসা থাকে আরিফের গলাকাটা লাশ উদ্ধার করে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ/টিআরএইচ