চকরিয়ায় পুড়লো দোকান-বসতঘর
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৫৯ ২৯ ফেব্রুয়ারি ২০২০

চকরিয়ায় আগুনে পুড়েছে বসতঘর ও দোকান (ছবি: ডেইলি বাংলাদেশ)
কক্সবাজারের চকরিয়ায় আগুনে বসতঘর ও দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।
শনিবার রাতে উপজেলার সাহারবিল ইউপির ৪ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, বিধান শীল, ডাক্তার বিকাশ শীল, হৃদয় শীল।
সাহারবিল ইউপির চেয়ারম্যান মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত ৩টার দিকে ডাক্তার বিধান শীলের বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। পরে আগুন পার্শ্ববর্তী বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুটি বসতঘর ও তিনটি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
তিনি আরো বলেন, সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রশাসনকে ঘটনাটি জানিয়েছি। ইউপি ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো.সাইফুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখতে হবে।
ডেইলি বাংলাদেশ/আরএম