চকরিয়ায় সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৪:০৬ ১৮ নভেম্বর ২০১৯

গ্রেফতার মোহাম্মদ ফারুক
কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিকের ওপর হামলার মামলায় মোহাম্মদ ফারুক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার হারবাং ইউপির ভান্ডারির ডেবা স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফারুক ওই ইউপির ভান্ডারীর ডেবা এলাকার দুদু মিয়ার ছেলে।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, সাংবাদিক জসিম উদ্দিনের দায়ের করা মামলার অন্যতম আসামি মোহাম্মদ ফারুককে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।
মামলার তথ্যানুযায়ী, শনিবার রাতে চোরাচালানে তথ্য দেয়ার আশ্বাসে সাংবাদিক জসিম উদ্দিনকে ডেবা এলাকায় ডেকে নেয় ফারুক। পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা তার দুই ভাই হারুন, মামুন ও মাহবুব নামের এক ব্যক্তি সাংবাদিক জসিমের ওপর হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন জসিম। তাৎক্ষণিক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
সাংবাদিক জসিম উদ্দিন উপজেলার হারবাং ইউপির কোরবানিয়া ঘোনা এলাকার রফিক আহমদের ছেলে। তিনি বিজয় টিভিতে চকরিয়া-পেকুয়ার সংবাদদাতা হিসেবে কাজ করছেন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ