Alexa ঘুষ নেয়ায় জেলে গেলেন নারী মেম্বার

ঘুষ নেয়ায় জেলে গেলেন নারী মেম্বার

হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৩৫ ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০০:৩৭ ৫ ডিসেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে ঘুষ নেয়ার অভিযোগে এক নারী মেম্বার ও তার সহযোগীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে ইউএনও আয়েশা হক এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- সদর ইউপির ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলফা বেগম ও ভেড়াখাল গ্রামের ফাতেমা বিবি। আলফা বড়িউরি গ্রামের জালাল মিয়ার স্ত্রী।

ইউএনও আয়েশা হক জানান, বুধবার সকালে বয়স্ক ভাতার টাকা তুলে দেয়ার কথা বলে ফাতেমা ও আলফা এক নারীর কাছ থেকে ৪ হাজার ৮শ’ টাকা ঘুষ নেন। এমন অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাতদিন করে কারাদণ্ড দেয়।

ডেইলি বাংলাদেশ/এমআর