Alexa ঘুষের টাকাসহ ধরা খেলেন পাসপোর্ট অফিস সহায়ক

ঘুষের টাকাসহ ধরা খেলেন পাসপোর্ট অফিস সহায়ক

ঠাকুরগাঁও প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৬ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ আঞ্চলিক পাসপোর্ট দফতরের অফিস সহায়ককে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন(দুদক) কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে আটক করেন। 

দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ বলেন, দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আতিকুল ইসলাম আতিক নামে এক সহায়ককে আটক করা হয়।

দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, শহিম উদ্দীন নামে একজন স্কুলশিক্ষক কিছুদিন আগে ওই কার্যালয়ে পাসপোর্ট করতে যান। সে সময় আতিকুল তার কাছে ঘুষ দাবি করেন।

তিনি আরো জানান, শহিম দুদকে অভিযোগ দেন। সোমবার অভিযান চালিয়ে ২১ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় আতিকুলকে আটক করা হয়। তাকে ঠাকুরগাঁও থানায় দেয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/আরএম