Alexa ঘুমের ইনজেকশনে শিশু চিরঘুমে!

ঘুমের ইনজেকশনে শিশু চিরঘুমে!

রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৮ ৯ নভেম্বর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ঘুমের ইনজেকশন প্রয়োগে করায় ১১মাস বয়সী এক শিশু চিরঘুমে চলে গেছে বলে অভিযোগ উঠেছে । 

শনিবার দুপুরে শিশুটির আত্মীয় স্বজন ও এলাকাবাসী হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে ইনজেকশন প্রয়োগকারী ওই চিকিৎসকের বিচার দাবি করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা কাজী শরিফুল ইসলাম জানান, তারা আক্তার মিঠাই নামে তার ১১ মাস বয়সের শিশুটিকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাতে নগরীর ধাপে বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান।
ভর্তির পর শুক্রবার রাতে সেখানের চিকিৎসক উম্মে কুলসুম তার মেয়েকে ঘুমের একটি ইনজেকশন পুশ করার পর নিস্তেজ হয়ে পড়ে। তার  অভিযোগ মাত্রাতিরিক্ত ঘুমের ইনজেকশন শিশুটির শরীরে পুশ করার কারণে তার মৃত্যু ঘটেছে। 

অভিযুক্ত চিকিৎসক কুলসুমকে পাওয়া না গেলেও হাসপাতালের রেজিস্টার ডা. গোলাম রব্বানী স্বজনদের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভর্তির আগে থেকে শিশুটির অবস্থা খারাপ ছিল। শুক্রবার রাতে শিশুটির খিচুনি শুরু হয়। সেই সঙ্গে তার নিউমোনিয়াও বেড়ে যায়। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ