Alexa ঘরে ঢুকে প্রেমিকার বাবাকে হত্যা, প্রেমিক গ্রেফতার

ঘরে ঢুকে প্রেমিকার বাবাকে হত্যা, প্রেমিক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:১৮ ১৬ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে ঘরে ঢুকে প্রেমিকার বাবাকে হত্যা মামলায় প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি বৃহস্পতিবারের হলেও প্রকাশ পেয়েছে শুক্রবার।

নিহত মোসলেম উদ্দিন ওই উপজেলার সদর ইউপির নাটুয়া মহল পোদ্দার পাড়ার বাসিন্দা।

গ্রেফতার মৃনাল কান্তি রায় একই গ্রামের খগেন্দ্রনাথ রায়ের ছেলে।

জানা গেছে, মোসলেম উদ্দিনের স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে মৃণাল কান্তি রায়ের প্রেম ছিলো। বৃহস্পতিবার রাতে তিনি ওই মেয়ের ঘরে ঢোকে। তখন দেখে ফেলেন মোসলেম উদ্দিন। ওই সময় তিনিও ভেতরে গেলে মৃনাল তার উপর হামলা করে পালিয়ে যায়। আহত মোসলেম উদ্দিনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন বিষয়টি গোপন রেখে মোসলেম উদ্দিনকে উদ্ধার করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যান মোসলেম।

আরো জানা গেছে, শুক্রবার তার মৃত্যুকে হৃদরোগ বলে প্রচার করে গোপনে দাফনের চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা মোসলেম উদ্দিনের ডান হাতে, বুকে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

রাজারহাট থানা ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, সুরতহাল প্রতিবেদনে হামলার প্রমাণ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মৃণাল কান্তি রায়কে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর