ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, প্রাণে বাঁচলেন ১৫০ খেলোয়াড়
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:০৯ ১৬ জানুয়ারি ২০২০ আপডেট: ০০:৪৫ ১৬ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১৫০ জন খেলোয়াড়।
বুধবার রাতে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। রেলস্টেশন মাস্টার আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে পৌঁছালে দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি।
ট্রেনের যাত্রী মাদারগঞ্জের ঝারকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্কাছ আলী জানান, ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে আসে। আউটার সিগন্যালে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ছাড়ার এক-দুই মিনিটের মাথায় বিকট শব্দে লাইনচ্যুত হয়।
তিনি আরো জানান, ৪৯তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে তারা কুমিল্লায় যাচ্ছিলেন। এ সময় প্রায় ১৫০ জন খেলোয়াড় ও ২০ জন কর্মকর্তা ছিলেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে সবাই নিরাপদে আছেন।
এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর