Alexa গোসলে গিয়ে লাশ হয়ে ফিরল দুই ভাই

গোসলে গিয়ে লাশ হয়ে ফিরল দুই ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৪ ১৮ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বন্দর ইউপির বেজেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই গ্রামের আল-আমিন মিয়ার ছেলে মিরাজ হোসেন ও আলমগীর মিয়ার ছেলে অয়ন মিয়া। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে মিরাজ ও অয়ন বাড়ির পাশে পুকুরে গোসলে যায়। দুই-তিন ঘণ্টা পরও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা পুকুরে খুঁজতে থাকেন। এ সময় পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর