Alexa গোলাপি মিষ্টির ছবি টুইট করলেন সৌরভ

গোলাপি মিষ্টির ছবি টুইট করলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০২ ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:২৩ ২২ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেনে আজ থেকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এ টেস্টের আগে গোটা শহর কলকাতার রং যেনো হয়ে গেছে গোলাপি। পাশাপাশি কলকাতার মিষ্টির দোকানগুলিতে গোলাপি মিষ্টির আয়োজন করা হয়েছে। 

যা দেখে ভারতের ক্রিকেট বোর্ড অব কন্ট্রোলের সভাপতি সৌরভ গাঙ্গুলীও রীতিমতো অবাক হয়েছেন। টিম ইন্ডিয়ার গোলাপি বলে অভিষেককে কেন্দ্র করে টুইটারে বিশেষভাবে তৈরি গোলাপি মিষ্টির একটি ছবি দিয়েছেন। 

টুইটারে গোলাপি রঙের সন্দেশের ছবি দিয়ে শিরোনামে সৌরভ লেখেন, কলকাতায় মিষ্টিও গোলাপি হয়ে গেছে। গোলাপি টেস্ট উপলক্ষে গোটা শহরই গোলাপি হয়ে উঠেছে।

এর আগে কলকাতার কয়েকটি বিশিষ্ট ভবনের গোলাপি আলোয় সজ্জিত ছবি শেয়ার করে টুইট করেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই অধিনায়ক।

এছাড়া বিসিসিআই সভাপতি নিজের শহরের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কলকাতার উচ্চতম বহুতলগুলিও যেন গোলাপি বলের টেস্টের উৎসবে মেতেছে। লেখা হয়েছে, ‘দারুণ! 

অন্য একটি পোস্টে ভিডিও শেয়ার করেছেন সৌরভ। এর ক্যাপশনে লিখেছেন, বিসিসিআই এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) পাঁচ দিনের উৎসবে মাততে তৈরি। সূত্র- এনডিটিভি

ডেইলি বাংলাদেশ/জেডআর