Alexa গোপালগঞ্জে সড়কে ঝরল শিশুসহ দুই প্রাণ

গোপালগঞ্জে সড়কে ঝরল শিশুসহ দুই প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:১৩ ১৬ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে বৃহস্পতিবার দুপুরে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল এক শিশুসহ দুইজনের প্রাণ।

নিহতরা হলো কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের জাফর কাজীর সাত বছরের ছেলে রিয়াদ কাজী ও বাগেরহাটের বাসিন্দা মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম।

রিয়াদ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের  জাফর কাজীর ছেলে। সাইফুল ইসলাম গোপালগঞ্জে একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন। সে বাগেরহাট জেলার কচুয়া গ্রামের হামিদ শেখের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার খায়েরহাট জলপাড় নামক স্থানে অটোরিকশার ধাক্কায় রিয়াদ কাজী নিহত হয়। সে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা তাকে চাপা দেয়। পরে তাকে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া থানার ওসি এ এস এম নাসিম জানান, বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার সিংঙ্গিপাড়া নামক স্থানে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম নিহত হয়। তার লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ