গোপালগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৫৩ ২৬ জানুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রোববার দুপুরে জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল।
তিনি জানান, আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় ঐতিহ্যবাহী গোবরা ইউপির ভাটিয়াপাড়া ক্লাব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। নকআউট পদ্ধতিতে গোবরা ইউপি থেকে আটটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আগামী ১০ফেব্রুয়ারী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এ সময় গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি, এন. হক কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ বালা উপস্থিত ছিলেন। পরে টুর্নামেন্টের ট্রফি’র মোড়ক উন্মোচন করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ