গোপালগঞ্জে তিন হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:২৭ ১৬ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জে তিন হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এ কম্বল বিতরণ করা হয়।
এদিন অগ্রণী ব্যাংকের উদ্যোগে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার তিন হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আগ্রণী ব্যাংকের টুঙ্গিপাড়া শাখা প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. হেদায়েত হোসেন শেখের সভাপতিত্বে পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস বক্তব্য রাখেন।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু। এ সময় বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেডআর