Alexa গোপালগঞ্জে জুয়া খেলে জেলে গেলেন সাতজন

গোপালগঞ্জে জুয়া খেলে জেলে গেলেন সাতজন

গোপালগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০৬ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে খেলার সরঞ্জামসহ সাত ‍জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে উপজেলার পুইশুর গ্রামের পটুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পুইশুর গ্রামের পটু সিকদারের ছেলে সেলিম সিকদার, আনোয়ার উদ্দিনের ছেলে ইকুল সিকদার, সৈয়দ আলী সিকদারের ছেলে নাসির সিকদার, রমজান মোল্লার ছেলে রিপন মোল্লা, সুধীর মণ্ডলের ছেলে লিংকন মণ্ডল, নাজিব সিকদারের ছেলে মনা সিকদার ও পার্শ্ববর্তী সিতারামপুর গ্রামের ফজর আলী খানের ছেলে শফিকুল খান।


জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুইশুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার কার্ড উদ্ধার করা হয়।

কামরুল ইসলাম আরো বলেন, আটকরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বোর্ড বসিয়ে জুয়া খেলে আসছিল। তাদের রিরুদ্ধে মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর