গোপন খবরে ধরা খেলেন দুই মাদক ব্যবসায়ী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:২১ ২ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে গোপন খবরের ভিত্তিতে ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর কৃষ্ণপুরের আটাপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রনি হাসান ও একই গ্রামের ইয়ামিন ইসলামের ছেলে গোলাম রাব্বী।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অতিরিক্ত এসপি এম এম মোহাইমেনুর রশিদ বলেন, পাঁচবিবির উত্তর কৃষ্ণপুরের আটাপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরো জানান, রনি ও গোলাম রাব্বী দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল পাচার করছে। তারা পাচার করা ফেনসিডিল দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ