Alexa ‘গেম ওভার’ নাকি শেষের শুরু? আসছে ‘সেক্রেড গেমস-২’

‘গেম ওভার’ নাকি শেষের শুরু? আসছে ‘সেক্রেড গেমস-২’

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৪১ ১২ জুলাই ২০১৯   আপডেট: ১০:৪৫ ১২ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানটান উত্তেজনা, ক্রাইম, ক্ষমতার লোভ, সাসপেন্সের ওভারডোজ, এ সবগুলোর মিশ্রণে গত বছর ২৮ জুন নেটফ্লিক্স-এ এসেছিল আট পর্বের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’। মুক্তি পাওয়ার দিন থেকেই সব বয়সী দর্শকদের অ্যাড্রিনালিন ক্ষরণ ঘটিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল এই ওয়েব সিরিজটি। 

প্রথম পর্বে সাড়া জাগানো সাফল্যের পর সিরিজ শেষ হওয়া থেকেই দ্বিতীয় সিজন নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছিলেন প্রযোজকরা। দর্শকদের মধ্যেও উন্মাদনা কিছু কম ছিল না। সোশ্যাল মিডিয়াতেও কানাঘুষো শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি আসতে চলেছে এর দ্বিতীয় পর্ব।

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার মুক্তি পেল ‘সেক্রেড গেমস ২’-এর ট্রেলার। শুধু তাই নয়, ১৫ আগস্ট যে দলবল নিয়ে ফিরছে গাইতোন্ডে, এও জানিয়েছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। 

ইতোমধ্যেই এই ট্রেলারটি ইউটিউবে দেখে ফেলেছেন ৬২ লাখেরও বেশি মানুষ। ওয়েব সিরিজের সংজ্ঞা পাল্টে দেয়া এই নেটফ্লিক্স নাকি প্রথম পর্বের থেকেও বেশি ভয়ঙ্কর, আরো বেশি থ্রিলারে ভরপুর, এমনটাই দাবি নেটফ্লিক্স কর্তৃপক্ষের।

ডেইলি বাংলাদেশ/টিএএস