Alexa গৃহকর্মীর স্বামীকে বাঁচাতে রুটি বিক্রি করছেন এমবিএ পাস দম্পতি!

গৃহকর্মীর স্বামীকে বাঁচাতে রুটি বিক্রি করছেন এমবিএ পাস দম্পতি!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৪০ ৪ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:৪৩ ৪ অক্টোবর ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অনন্য এক উদ্যোগ নিয়েছেন উচ্চ শিক্ষিত এক দম্পত্তি। বাড়ির বৃদ্ধা গৃহকর্মীকে সহযোগিতা করতে এমবিএ (মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) পাস ওই দম্পত্তি খুলেছেন এক খাবারের দোকান।  

জানা গেছে, ওই বৃদ্ধার স্বামী প্যারালাইসিসে আক্রান্ত। তাই আর্থিকভাবে সহযোগিতা করতে খাবারের দোকান খুলে বসেছেন তারা। 

স্বামী-স্ত্রী ভালো একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত দোকানে বসেন। এর পর চলে যান যার যার কর্মস্থলে।

গত বুধবার দীপালি ভাটিয়া নামে এক ভারতীয় নারী ফেসবুকে এ দম্পতির বিষয়ে জানান, কিছু দিন আগে মুম্বাইয়ের কান্দিভালি স্টেশনে খাবারের খোঁজে বেরিয়ে অশ্বিনী শেনয় শাহ ও তার স্বামীর দোকানটি দেখতে পান তিনি।

এ দম্পতি পোহা, উপমা, পরাটা, ইডলি জাতীয় খাবার বিক্রি করছিলেন। খাওয়ার সময় দীপালি জানতে চান, তারা কেন দোকানে বসেছেন?

ওই দম্পতি জানান, বাড়ির বৃদ্ধা গৃহকর্মীকে সাহায্য করতেই এ দোকান খুলেছেন তারা। ৫৫ বছর বয়সী ওই গৃহকর্মীর স্বামী প্যারালাইসিসে আক্রান্ত। এ কারণে শেষ বয়সে এসে তাদের যেন আর্থিক কষ্টে পড়তে না হয়, এ জন্য গৃহকর্মীর তৈরি করা খাবার এনে দোকানে বিক্রি করছেন অশ্বিনী ও তার স্বামী।

ফেসবুকে শেয়ার করার পর পরই স্ট্যাটাসটি দ্রুত ভাইরাল হয়ে যায়। স্বামী-স্ত্রীর এমন মহান উদ্যোগের প্রশংসা করেছেন বহু মানুষ। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ

ডেইলি বাংলাদেশ/এমএইচ