Alexa গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁচলেন ইউপি চেয়ারম্যান

গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁচলেন ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:৪২ ৩১ অক্টোবর ২০১৯   আপডেট: ১০:০৮ ৩১ অক্টোবর ২০১৯

চান মাহমুদ পাকির

চান মাহমুদ পাকির

টাঙ্গাইলের কালিহাতীর বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকিরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।

বুধবার রাতে উপজেলার বল্লা বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি মামুন হাসান বলেন, বল্লা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চান মাহমুদ। পথে বল্লা বাজারের দক্ষিণে পৌঁছালে দুই মোটরসাইকেলে চারজন লোক তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর/টিআরএইচ