Alexa ‘গুজবে কান দেবেন না, ডেঙ্গুতে আতঙ্কিত হবেন না’

‘গুজবে কান দেবেন না, ডেঙ্গুতে আতঙ্কিত হবেন না’

লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৯ ৩০ জুলাই ২০১৯   আপডেট: ১৬:২০ ৩০ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের এসপি ড. এ.এইচ.এম কামরুজ্জামান বলেছেন, একটি মহল বিভিন্ন গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে। কেউ গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সচেতন থাকতে হবে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনময়ে এসব কথা বলেন তিনি।

এসপি বলেন, পুলিশকে প্রমাণ করতে হবে তারা জনগণের বন্ধু। অপরাধীর কোনো দল নেই। অপরাধী যেই হোক, ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর সন্ত্রাসবিরোধী নীতিতে কাজ করছে পুলিশ।

ড. এ.এইচ.এম কামরুজ্জামান আরো বলেন, এক সময় লক্ষ্মীপুরে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতো। এখন এ জেলা অনেক শান্ত। মানুষের মন থেকে পুলিশ ভীতি দূর হওয়ার কারণেই এমন হয়েছে।

এ সময় লক্ষ্মীপুরের এডিশনাল এসপি (সদর সার্কেল) মো. আনোয়র হোসেন, এএসপি (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ইকবাল হোসেন, সদর থানার ওসি আজিজুর রহামান মিয়া, গোয়েন্দা পুলিশের ওসি মোক্তার হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদর, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics