Alexa গুইসাপের সঙ্গে পাখিদের অস্তিত্বের লড়াই (ভিডিও) 

গুইসাপের সঙ্গে পাখিদের অস্তিত্বের লড়াই (ভিডিও) 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০২ ২৭ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাখির ডিম চুরি করতে বেশ পটু সরিসৃপ প্রাণী গুইসাপ। এবার তেমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নিজেদের মধ্যে খেলা করছে রেড ওয়াটলেড ল্যাপউইং নামের পাখির একটি দল। খেলতে খেলতে ছোট্ট আকারের এই পাখিরা দেখল তাদের দিকে গুটিগুটি পায়ে এগিয়ে আসছে একটি গুইসাপ।

তার আসার ধরন দেখেই পাখিরা বুঝে যায় তাদের ডিমগুলো খেতে আসছে গুইসাপটি। 

সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে নিজেদের ডিমগুলো আড়াল করে দাঁড়ায় পাখিরা। মা পাখিরা ডানা মেলে গুইসাপের পথ আগলে রাখে। তাতেও কাজ হচ্ছে না দেখে উড়ে এসে তাকে ঠোকরাতে থাকে অন্যান্য পাখিরা। অবশেষে পাখিদের সেই আক্রমণে পরাজিত হয় গুইসাপটি। বেশিদূর আগোনোর সাহস দেখায়নি সেটি। ডিম খাওয়ার আশা ছেড়ে পালিয়ে যায় সে।

ডিম বাঁচাতে নিজেদের থেকে অনেক বড় আকারের গুইসাপের সঙ্গে ছোট ছোট পাখিদের এ লড়াইয়ের ঘটনাটি ঘটেছে রাজস্থানের রণথম্ভোর ন্যাশনাল পার্কে।

ঘটনাটির ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শশাঙ্ক নন্দা নামের এক ফটোগ্রাফার। সেটি পোস্ট করতেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics