Alexa গায়ক হিসেবে ওমর সানীর আত্মপ্রকাশ, গানটি শুনুন

গায়ক হিসেবে ওমর সানীর আত্মপ্রকাশ, গানটি শুনুন

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০৪ ২৩ আগস্ট ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আশির দশকের শেষ দিকে চলচ্চিত্রে পা রাখেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। নব্বই দশকে তার জনপ্রিয়তার শুরু। মৌসুমী, শাবনূরদের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। দেখতে দেখতে ক্যারিয়ারের ২৯ টি বসন্ত পার করে দিয়েছেন তিনি। এখন আর অভিনয়ে আগের মতো নিয়মিত নন।

এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ওমর সানি। বুধবার ফেসবুকে নিজের খালি গলায় গাওয়া একটা গানের ভিডিও শেয়ার করেছিলেন ওমর সানী। ভিডিওটি দেখলেই বোঝা যায় কোনো ঝুম বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে দেখতে গান গেয়ে উঠতে ইচ্ছে হয়েছিল তার।

ভিডিওটির ক্যাপশনে ওমর সানী লিখেছেন, এখনকার গানের কথা ভালো লাগে না, সুর ভালো লাগে না, মিউজিক ভালো লাগে না, আগের গান শুনলেই মনটা ভরে যায়। হোক না অন্যের গান। হোক না আমার গান, কোথায় হারিয়ে গেলি গান বাবা। শ্রদ্ধা জানাই সেসব গান লেখার মানুষদেরকে।

গত বৃহস্পতিবার আরেকটি গান শেয়ার করেছেন ওমর সানী। এটি কুমার বিশ্বজিৎ-এর ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি, পথহারা পথিকের মতো, সাজানো এ পৃথিবী এলোমেলো হয়ে যায় থাকে না আগেরই মতো।’

নায়কের কণ্ঠে সোনালী দিনে সেই গান শুনে নস্টালজিক হয়েছেন অনেকেই। সানীর গায়কীর প্রশংসা করেছেন তার ভক্তরা।

ভিডিওটি দেখুন>>>

ডেইলি বাংলাদেশ/এনকে