Alexa গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চলছে: শ্রম প্রতিমন্ত্রী

গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চলছে: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১ ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৪:৫০ ৬ ডিসেম্বর ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা করছে একটি মহল। আর কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। 

এ সময় তিনি জানান, নারায়ণগঞ্জের তিনটি গার্মেন্টস কারখানায় তিন মাস বেতন ভাতা না হওয়ায় এবং গাজীপুরের একটি কারখানা হঠাৎ বন্ধ করে দেয়ায় সেখানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়েইে আজকের এই জরুরি সভা ডাকা হয়।

সভায় গাজীপুরের মেয়র, বিজিএমইএ ও বিকেএমইএ'র সভাপতিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এসআইএস