গাজীপুরে সাত অপরাধী জেল হাজতে
গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০১:৩৮ ১৩ নভেম্বর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ
গাজীপুরে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাবার সময় দুই চোরসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সাতজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো, কিশোরগঞ্জ সদর থানার সুমন ইসলাম শিপন ও একই জেলার কটিয়া থানার সাজন চন্দ্র ঘোষ, জয়দেবপুর থানার বাড়িয়া এলাকার আসিফ ও তিন মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানা ওসি জাবেদুল ইসলাম জানান, সোমবার এসপি শামসুন্নাহারের নিদের্শে জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বানিয়ারচালা থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে বিদেশি মদসহ তিনজন এবং ওয়ারেন্টের একজন পলাতক আসামি গ্রেফতার করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ