Alexa গাজীপুরে ডাকাতি পণ্ড, তিন ডাকাত আটক

গাজীপুরে ডাকাতি পণ্ড, তিন ডাকাত আটক

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০১ ১৮ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি পণ্ড করেছে র‌্যাব। এ সময় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে সদর থানার সালনা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. শহিদুল ইসলাম, মো. সারোয়ার ও মো. আ. কাদের। তারা সবাই দক্ষিণ সালনা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। 

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুললাহ আল-মামুন জানান, ব্রিজ এলাকার ফরেস্ট অফিসের সামনে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।   

তিনি আরো জানান, আটকরা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। তারা একে অপরের যোগসাজশে পথচারী, বাসযাত্রী, মটরসাইকেল আরোহীদের মারধর ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইও করত। শুক্রবার তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ