Alexa গাজীপুরে আগুনে পুড়লো বসতঘর

গাজীপুরে আগুনে পুড়লো বসতঘর

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১৮ ২৭ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় বসতবাড়ির ১১টি কক্ষ ও মালামাল আগুনে পুড়ে গেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, নগরীর বাসন সড়ক এলাকার লেহাজ উদ্দিনের ভাড়া বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১১টি কক্ষ, আসবাবপত্রসহ নানা মালামাল পুড়ে গেছে। তবে কেউ আহত হননি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
 

ডেইলি বাংলাদেশ/আরএম