Alexa গাজীপুরে আওয়ামী লীগের প্রতিনিধি সভা মঙ্গলবার

গাজীপুরে আওয়ামী লীগের প্রতিনিধি সভা মঙ্গলবার

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩৯ ১৮ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা মঙ্গলবার বিকেলে হবে। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতু মন্ত্রী মো. ওবায়দুল কাদের। 

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। 

মঙ্গলবার বিকেল তিনটায় মহানগরের প্রাণকেন্দ্র শহীদ বরকত স্টেডিয়ামে এ প্রাতনিধি সভা হবে। প্রতিনিধি সভার সব প্রকার প্রস্তুতি কাজ শেষ হয়েছে। প্রস্তুতি সভা সফল করতে সোমবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম শহীদ বরকত স্টেডিয়াম মাঠে কাজ পরিদর্শন করেন। এ সময় নেতাকর্মীদের দিক নির্দেশনাও দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ