গাছ থেকে কাঁঠাল পেড়ে খাচ্ছে হাতি!
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:১৩ ১৩ নভেম্বর ২০১৯ আপডেট: ২১:২০ ১৩ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
অবাক হলেও সত্যি গাছ থেকে কাঁঠাল পাড়ছে হাতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি টুইটারে আপলোড করেছিলেন এক ভারতীয় ফরেস্ট অফিসার।
ভিডিওর ক্যাপশনে ফরেস্ট অফিসার প্রবীণ কাসবান লেখেন, এই হাতিটির দারুণ প্রতিভা! গাছে চড়ে কাঁঠাল পেড়ে নিচ্ছে, যেটা ওরা খুব ভালোবাসে। কী সুন্দর করে ও খাচ্ছে!
হাতিরা পাকা কাঁঠালের গন্ধ বহু দূর থেকে পায়। অনেক সময় মানুষের বসতিতেও এরা হানা দেয় কাঁঠালের গন্ধে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটি লাফিয়ে সুকৌশলে নিজের শূঁড় দিয়ে কাঁঠাল পাড়ছে। এরপর তা খাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমকে