Alexa গাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাছে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫৫ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড় সদরের ফকিরপাড়ায় সোমবার সকালে গাছে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত রবিউল ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিউল বাড়ির পাশের একটি গাছে উঠেছিলেন। এ সময় বিদ্যুতের তারের স্পর্শে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবুল কাশেম জনান, হাসপাতালে নেয়ার আগেই রবিউলের মৃত্যু হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর