Alexa ‘গাঙচিল’ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

‘গাঙচিল’ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪২ ৬ ডিসেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ঢাকা-মাওয়া মহাসড়কে মাওয়াগামী ‘গাঙচিল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বেপরোয়া গতি কেড়ে নিল নিতাই কড় নামে এক বৃদ্ধের প্রাণ। 

শুক্রবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখাীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি সড়কের সড়ক দ্বীপের উপরে উঠে যায়।

এই দুর্ঘটনায় সাগর কড় নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নিমতলার একটি হাসপাতালে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
নিহত নিতাই কড় উপজেলার ছয়গাঁও এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির বাসটি রাস্তার উল্টো দিকে এসে তাদের চাপা দেয়। তারা ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। নিতাই কড় ঘটনাস্থলেই নিহত হয়। তার ভাতিজা সাগর কড়কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে বৃদ্ধ নিতাই কড়ের মরদেহ উদ্ধার করা হয়। আহত সাগরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল বাছেদ জানান, চলকসহ বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ