১২ জনের কাছে আধা কেজি গাঁজা, তিন দিনের সাজা
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:০৮ ২৪ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ১৮:১৬ ২৪ ফেব্রুয়ারি ২০২০

গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে ধরা হয়
জামালপুরের মেলান্দহে গাঁজা সেবনের দায়ে ১২ জনকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে উপজেলার গণিশাহ মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পুড়ারচরের ফজল মিয়া, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সদর উপজেলার সরদারপাড়ার উজ্জল শেখ, নাগেরপাড়ার নবীনূর, চাঁন মিয়া, নাথপাড়ার সুজন দাস, দিঘলবাড়ির সেলিম, কাজিরপাড়ার জুয়েল, কামদেববাড়ির হাবিজুর, কাঙ্গালকুর্শার লালু শেখ ও সরুলিয়ার আহাম্মদ আলী।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার এসপি তোফায়েল আহমেদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গণিশাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ১২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে ইউএনও তামিম আল ইয়ামীন তিনদিনের কারাদণ্ড দেন।
ডেইলি বাংলাদেশ/এমআর