Alexa গলায় গামছা-লুঙ্গি পেঁচানো শ্রমিকের মরদেহ উদ্ধার

গলায় গামছা-লুঙ্গি পেঁচানো শ্রমিকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৪৪ ১৬ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুরের মধুখালীতে হৃদয় শেখ নামে এক পাটকল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় আশাপুর গ্রামে রাজ্জাক জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হৃদয় উপজেলার মেগচামী ইউপির চর যাদবপুর গ্রামের ইকমাল শেখের ছেলে। তিনি ওই মিলের শ্রমিক ছিলেন।

মধুখালী থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় গামছা ও লুঙ্গি পেঁচানো ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এসআই সাজ্জাদ আরো বলেন, হৃদয় মানসিক বিপর্যস্ত ছিলেন। তিনদিন ধরে মিলে অনুপস্থিতও ছিলেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এমআর