Alexa গরু ধরতে হেলিকপ্টার-ফায়ার সার্ভিস, নাকানিচুবানি খেল পুলিশ

গরু ধরতে হেলিকপ্টার-ফায়ার সার্ভিস, নাকানিচুবানি খেল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৪৩ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:৪৯ ২২ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খ্যাপা গরু, কিছুতেই বশ মানতে চায় না। গরুর মালিক সামলাতে না পারায় পালিয়ে যায় খামার থেকে। অবস্থা বেগতিক দেখে খবর দেয়া হয় পুলিশকে। তবে পুলিশকেও খেতে হয়েছে নাকানিচুবানি। 

শনিবার জার্মানির বাভারিয়াতে এ ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কয়েক ঘন্টাব্যাপী প্রয়াসের পর গরুটিকে বাগে আনতে পারে পুলিশ। সে সময় একাধিক গাড়ি আর থার্মাল ক্যামেরা সম্বলিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের সহায়তারও প্রয়োজন পড়ে।

এদিন সন্ধ্যায় খামার থেকে ৬০০ কেজি ওজনের গরুটি পালিয়ে যাওয়ার চারঘন্টা পর এটিকে ধরতে সক্ষম হয় পুলিশ।

ডেইলি বাংলাদেশ/জেডআর