Alexa খোঁজ মিলল এক মনুষ্য রহস্যময় প্রজাতির

খোঁজ মিলল এক মনুষ্য রহস্যময় প্রজাতির

ফিচার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১৪ ২ মে ২০১৯   আপডেট: ১৫:১৫ ২ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মনুষ্য প্রজাতিগুলোর মধ্যে ‘ডেনিসোভান’ বেশ রহস্যময়। তিব্বতের অত্যন্ত উঁচু স্থানে তাদের বসবাসের প্রমান মিলেছে। এ নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছে মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘নেচার জিও সায়েন্স জার্নাল’-এ।

জানা যায়, রহস্যময় প্রজাতিটি এখনকার আধুনিক মানুষের আগে এশিয়ায় বসবাস করতো। ধারণা করা হয়, হাজার বছর আগে তারা পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়ে। এর আগে পর্যন্ত সাইবেরিয়ার ডেনিসোভা গুহাতে পাওয়া জীবাশ্ম থেকে হাড় ও দাঁতের কিছু নমুনায় এই প্রজাতি সম্পর্কে জানা যায়। কিন্তু সেখান থেকে পাওয়া ডিএনএ থেকে জানা যায় যে এরা মানবজাতির একটি স্বতন্ত্র শাখা ছিল।

এই গবেষণাপত্রের সহ-লেখক জিন জ্যাকস হাবলিন বিস্ময় প্রকাশ করে বলেন, মানুষ এতো উপরে বসবাস করেছে, এটা খুবই অবাক করা বিষয়। এটি একটি মালভূমি এবং অবশ্যই সেখানে বাস করার মতো প্রচুর সম্পদ ছিল, আর তারা শুধু মাঝে মাঝে আসতো এমনও নয়।

গবেষণা পত্রটির আরেক লেখক ফ্রিডো ওয়েলকার বলেন, আমাদের প্রোটিন বিশ্লেষণ থেকে পাওয়া তথ্য বলে যে, নিচের চোয়ালের হাড়টি হোমিনিন গোত্রের কারো যারা ডেনিসোভা গুহা থেকে প্রাপ্ত ডেনিসোভানদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল।

জানা যায়, ১৯৮০ সালে তিব্বতের মালভূমিতে ৩ হাজার ২৮০ মিটার উচ্চতায় বৈশিয়া কার্স্ট গুহাতে পাওয়া যায় নিচের ডেনিসোভা প্রজাতির নিচের চোয়ালের হাড়। কার্বন টেস্টের বদলে ইউরেনিয়াম-সিরিজ ডেটিং করা হয় অস্থিগুলোর বয়স বের করার জন্যে। চোয়ালের হাড়গুলো প্রায় এক লাখ ৬০ হাজার বছরের পুরনো।

ডেইলি বাংলাদেশ/এনকে