Alexa ‘খেলাধুলায় তরুণদের উজ্জীবিত করতে হবে’

‘খেলাধুলায় তরুণদের উজ্জীবিত করতে হবে’

নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৬ ১৩ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নাটের-৪ আসনরে এমপি আধ্যাপক আব্দুল কুদ্দুস বলেছেন, মাদকাসক্ত বিপথগামী তরুণদের খেলাধুলায় উজ্জীবিত করতে হবে। বর্তমানে দেশের তরুণ-তরুণীরা খেলাধুলায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে হবে।

শুক্রবার সকালে নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, টুর্নামেন্টের উদ্যোক্তা ইউএনও মো. তমাল হোসেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান প্রমুখ।

১১ দিনের এ টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। এতে আটটি দল অংশগ্রহণ করবে। ২৩ ডিসেম্বর ফাইনাল খেলা হবে।

ডেইলি বাংলাদেশ/এমআর