Alexa খেলতে গিয়ে লাশ হলো দুই শিশু

খেলতে গিয়ে লাশ হলো দুই শিশু

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৪০ ২০ জানুয়ারি ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার শম্ভুগঞ্জের চর গোবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সোয়াদ মিয়া চর গোবদিয়া এলাকা লোকমান হোসেনের ছেলে এবং ইব্রাহিম মিয়া (দেড় বছর) একই বাড়ির ফজলুল হকের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, দুপুরের দিকে শিশুরা খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। তখন বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশু দুটিকে অনেক খোঁজাখুঁজি করে পাননি স্বজনরা। ঘণ্টাখানেক পর পুকুরের পানিতে দুই শিশু ভেসে ওঠে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।


 

ডেইলি বাংলাদেশ/আরএম