Alexa খেলতে গিয়ে পানিতে প্রাণ গেল শিশুর

খেলতে গিয়ে পানিতে প্রাণ গেল শিশুর

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫৬ ২৭ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে বায়েজিদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ভাংনী ইউপির বেনুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বায়েজিদ একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুলাল মিয়ার ছেলে।

মৃতের স্বজন রুহুল আমিন জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে শিশুদের সঙ্গে খেলছিল বায়েজিদ। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরে শিশুদের চিৎকারে স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর