Alexa খুলনায় ১৮ দেশের টেনিস খেলোয়াড়দের মিলনমেলা

খুলনায় ১৮ দেশের টেনিস খেলোয়াড়দের মিলনমেলা

খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৪৯ ১২ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় টেনিস টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে ১৮টি দেশের ৬৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মোহাম্মদ হেলাল হোসেন।

তিনি জানান, টুর্নামেন্টের ম্যাচগুলো হবে খুলনা সার্কিট হাউস, শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস গ্রাউন্ড, অফিসার্স ক্লাব, খুলনা ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ডিআইজি টেনিস গ্রাউন্ডে। অতিরিক্ত ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট টেনিস গ্রাউন্ড।

ডিসি আরো জানান, টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষা ও খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিটি ম্যাচের ফলাফল জানাতে খুলনা সার্কিট হাউস এবং অফিসার্স ক্লাবে দুইটি নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক কাজ করবে।

সংবাদ সম্মেলন শেষে শহিদ হাদিস পার্কে জমকালো আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, এমপি শেখ সালাহউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী, কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর