Alexa সুন্দরবনে বন্দুকযুদ্ধে আমিনুর বাহিনীর প্রধানসহ নিহত ৪

সুন্দরবনে বন্দুকযুদ্ধে আমিনুর বাহিনীর প্রধানসহ নিহত ৪

খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৪৪ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১২:৩৬ ১৫ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিনুর বাহিনীর প্রধান আমিনুরসহ চারজন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে সুন্দরবনের কয়রার খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন।

র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জেল হোসেন বলেন, সকালে আমাদের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলো। এ সময় আমিনুর বাহিনীর সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। পরে আমিনুরের সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়স্ত্র, ব্যবহৃত বন্দুকের কার্তুজ ও কিছু তাজা কার্তুজ উদ্ধার করেছি। স্থানীয় দুই জেলে গুলিবিদ্ধদের মধ্যে দুইজনকে সনাক্ত করেছেন। এরা হলেন- আমিনুর বাহিনীর প্রধান আমিনুর এবং তার সেকেন্ড-ইন-কমান্ড রফিক। 

ডেইলি বাংলাদেশ/জেএস/টিআরএইচ