Alexa খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৭:১২ ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৭:১৪ ১৯ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি আট ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার রাত ২টা ৩০ মিনিটে বগিটি উদ্ধার হয় বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উল্লাহ ভূঁইয়া। 

তিনি জানান, রাত ২ টা ৩০ মিনিটে লাইনচ্যুত ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের ‘ঝ’ বগিটি ঈশ্বরদী থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার করে। রাত ৩ টা থেকে এ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সন্ধ্যা ৭টায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭১৫ নং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনা, রাজশাহী, ঢাকা সৈয়দপুরগামী সব ধরনের ট্রেন ও খুলনা-ঢাকা এবং রাজশাহীগামীসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ