Alexa খুঁটিতেই প্রাণ গেল বিদ্যুৎ শ্রমিকের

খুঁটিতেই প্রাণ গেল বিদ্যুৎ শ্রমিকের

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০৫ ২২ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার ছোটকাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারুক হোসেন একই উপজেলার লালচন্দ্রপুর গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে।

পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, সকালে ছোটকাশিপুর গ্রামে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে ওঠেন ফারুক। এ সময় সংযোগ বিচ্ছিন্ন না করায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, ঠিকাদারের অধীনে বিদ্যুৎ উন্নয়নের কাজ করার সময় ফারুকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি বাংলাদেশ/এমআর