Alexa খাল থেকে শিশুর জুতা তুলে দিল হাঁস, ভিডিও ভাইরাল

খাল থেকে শিশুর জুতা তুলে দিল হাঁস, ভিডিও ভাইরাল

সোশ্যাল ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৩৮ ২৬ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সান ফ্রান্সিসকোর স্থানীয় বাসিন্দা মাইলা আগুইলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায় খালে পড়ে যাওয়া জুতা তুলে দিচ্ছে একটি হাঁস। আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।  

রাস্তার ধারে বসে খেলা করছিল একটি শিশু। হঠাৎ ওই শিশুর একটি জুতা পড়ে যায় পাশের ঢালে। ওই শিশুর পক্ষে ঢালে নেমে জুতা তুলে আনা সম্ভব ছিল না। তাই সে রাস্তার ওপর বসেই ছিল।

কিন্তু রাস্তার ঢালে ছিল একটি হাঁস। সেই হাঁসটি বারবার চেষ্টা করছিল মুখে করে জুতাটি তোলার। কিন্তু যতবারই মুখে তোলে ততবারই পিছলে পড়ে যায়। শেষমেশ জুতাটি তুলে শিশুটিকে দেয় হাসঁটি।

রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা আকৃষ্ট করে মাইলাকে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার ভিডিও করেন। আর সেই ভিডিও পোস্ট করেন নিজের ফেসবুকে।

আর সেই ভিডিও দেখেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। খাল থেকে বাচ্চার চটি তুলে দেয়ার জন্য হাঁসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে