ক্লান্তি দূর করতে…
প্রকাশিত: ১১:৩৩ ৬ ডিসেম্বর ২০১৮ আপডেট: ১১:৩৩ ৬ ডিসেম্বর ২০১৮

ছবি: সংগৃহীত
কায়িক পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসবেই।তাই বলে কি পরিশ্রম করা যাবে না! অবশ্যই পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।জীবনধারণের জন্য দৈনন্দিন জীবনে কাজের অন্ত নেই। তবে পরিশ্রমের পাশাপাশি ক্লান্তি দূর করে এগিয়ে যেতে হবে। তাই ক্লান্তি দূর করার কিছু উপায় জেনে নিন-
১. রাত জেগে কাজ করলে প্রচুর পানি খেতে হবে। তবে কোনো কোল্ড ড্রিংকস বা 0মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না। দিনে কমপক্ষে সাত থেকে আট গ্লাস পানি পান করলে ক্লান্তি দূর হবে।
২. ঘুম এড়াতে চা বা কফি খেতেই পারেন তবে সেটা এক দু’বারের বেশি নয়। কফিতে ক্যাফেইন নামক উপাদান থাকে যার কারণে ঘুম কেটে যায়। এ জন্য একবার খেতে পারেন।
৩. যেদিন বেশি রাত জাগবেন তার পরেরদিন পুষ্টিকর খাবার বেশি পরিমাণে খেতে হবে। তাজা ফলমূল বেশি পরিমাণে খেতে হবে।
৪. ব্যস্ততা ও কাজের চাপে নির্ঘুম রাত কাটানোর পর দিনেও যদি যথেষ্ট ঘুমানোর সময় না পান তবে আলো বাতাসপূর্ণ স্থানে কিছু সময় হাঁটুন। এতে শরীরের ক্লান্তিভাব অনেকটাই কমে যাবে।
৫. রাতে ঘুম না হলে শরীর ও মন ভালো লাগে না। এসময় মনের অস্থিরতা কাটাতে গান অথবা মজার কিছু দেখতে পারেন। তবে ক্লান্তিভাব অনেকটাই কমে যাবে।
৬. অবসাদগ্রস্থ হয়ে কোনো কাজ থেকে পিছু হটা ঠিক নয়। মনে জোর নিয়ে যেকোনো কাজ শুরু করতে হবে। কাজের মধ্যে ঢুকে গেলেই ক্লান্তির অনুভূতি অনেকটা কমে যাবে।
ডেইলি বাংলাদেশ/জেএমএস
- মোটা মেয়েদের বিয়ে করলে সুখী হওয়া যায়!
- শীতকালে রোজ গোসল নয়
- সম্পর্কে ঝগড়া বেশি মানে প্রেম বেশি, বলছে গবেষণা
- ফুলশয্যার রাতে স্ত্রীর কাছে কী চায় স্বামী
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- ডিপ্রেশন দূর করার মহৌষধ ‘মা’
- কাশির মহাষৌধ তো ঘরেই!
- নামের প্রথম অক্ষর দেখে জেনে নিন স্বভাব কেমন?
- গোড়ালি ফাটার কারণ ও প্রতিকার
- হ্যাপি রোজ ডে: কোন গোলাপ কিসের প্রতীক
- দৈনন্দিন জীবনের কিছু টিপস (পর্ব-৯)
- শারীরিক মিলনে কোনটি সঠিক সময়?
- টুথপেস্টের অসাধারণ কিছু ব্যবহার
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রাতে মোজা পড়ার ক্ষতিকর দিক