Alexa ‘ক্যাসিনোর টাকার ভাগ যারা নিয়েছেন তারাও অপরাধী’

‘ক্যাসিনোর টাকার ভাগ যারা নিয়েছেন তারাও অপরাধী’

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩১ ১ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, যারা ক্যাসিনো এবং জুয়া খেলার মদদ দিয়েছে এবং টাকার ভাগ নিয়েছে তারাও সমান অপরাধী। এই অপরাধ জগৎ একদিনে গড়ে ওঠেনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর টিকাটুলিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও মন্দিরে অর্থ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, জুয়া ও মাদক ধ্বংস করে দিচ্ছে হাজার হাজার পরিবার। সমাজকে করে দিচ্ছে বিকলাঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী এই সিদ্ধান্ত জাতিকে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম ভাই ভাই। মন্দির ও মসজিদ পাশাপাশি অবস্থানে। যে যার মত ধর্ম পালন করছে। ঈদ ও পূজায় সবাই মিলে মিশে উৎসব করে। এটা পৃথিবীর একটি অন্যান্য দৃষ্টান্ত।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান লাভলু, আইয়ুব আলী, আবুল হোসেন, আরিফ হোসেন ছোটন, জাপা নেতা হাজী ফারুক, দোলোয়ার সেন্টু, খুরশিদ নোমানী, নাসের সিদ্দিকী প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এস.আর/এমআরকে/এস