Alexa ক্যালিফোর্নিয়ায় ফের বন্দুক হামলায় নিহত ৪

ক্যালিফোর্নিয়ায় ফের বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:২৪ ১৯ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক স্কুলে বন্দুক হামলার ঠিক তিন দিনের মাথায় ফের এই বন্দুক হামলা হলো।  

জানা গেছে, রোববার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে এক বাড়ির আঙ্গিনায় প্রায় ৪০ জন ফুটবল খেলা দেখতে জড়ো হয়েছিল। সেখানে হঠাৎ এ হামলা হয়। 

ফ্রেসনোর পুলিশ কর্মকর্তা মাইকেল রিড সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে জানান, হামলার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। সন্দেহভাজন কাউকেও শনাক্ত করা হয়নি। হামলার সময় নারী ও শিশুরা বাড়ির ভিতরে ছিল। হামলাটি বাড়ির আঙ্গিনায় হওয়াতে তাদের কোনো ক্ষতি হয়নি। আহতরা সবাই ২৫-৩০ বছরের এশীয় পুরুষ। 

এদিকে ঘটনার পরপরই আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। নিহতদের মধ্যে তিন জন ঘটনাস্থলেই মারা যায়, অন্যজন হাসপাতালে। 

হামলাকারীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করছে পুলিশ। 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ