Alexa ক্যালিফোর্নিয়ার স্কুলে হামলাকারীর মৃত্যু 

ক্যালিফোর্নিয়ার স্কুলে হামলাকারীর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৬ ১৬ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার সাউগাস হাই স্কুলে বন্দুক হামলাকারী কিশোর ন্যাথানিল বার্হো মারা গেছেন।

শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে মার্কিন পুলিশ। তবে তার হামলার উদ্দেশ্যের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর সময় তার মা সেখানে উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে’র সাউগাস হাই স্কুলে নিজের ১৬ তম জন্মদিনে প্রথমে পাঁচ বন্ধুর ওপর গুলি চালিয়ে শেষ গুলিটি নিজের মাথায় চালায় বার্হো। মাত্র ১৬ সেকেন্ডের মধ্যে বন্দুক হামলার ঘটনাটি ঘটে যার পুরো ভিডিওটি সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়। 

লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের মুখপাত্র ক্যাপ্টেন কেন্ট ওয়েগেনার এক বিবৃতিতে বলেন, ‘প্রায় ৪০ টি সাক্ষাৎকার ও প্রমাণের মুল্যয়ন করার পরেও তারা ছেলেটির হামলার কারণ জানতে পারেনি। ছেলেটির কোনো ডায়েরি বা সুইসাইডাল চিঠিও পাওয়া যায়নি।’

‘এছাড়া খোঁজ নিয়েও ছেলেটি সম্পর্কে কোনো ধরণের খারাপ তথ্য পাওয়া যায়নি। এমনকি স্কুলেও কারো দ্বারা কোনো প্রকারের নির্যাতনের স্বীকার হয়নি সে।’

তিনি আরো বলেন, ‘ছেলেটির এই বন্দুক হামলার কারণ এখনো একটি রহস্য।’

ডেইলি বাংলাদেশ/মাহাদী