Alexa কেমন কাটল নুসরাতের প্রথম ‘করবা চৌথ’?

কেমন কাটল নুসরাতের প্রথম ‘করবা চৌথ’?

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৪০ ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ১০:৫০ ২০ অক্টোবর ২০১৯

‘করবা চৌথ’ এর উপোস ভাঙ্গার সময় নুসরাত জাহান এবং নিখিল জৈন

‘করবা চৌথ’ এর উপোস ভাঙ্গার সময় নুসরাত জাহান এবং নিখিল জৈন

দুর্গাপূজার বিসর্জনের দিন নুসরাতের সিঁথি রাঙিয়ে দিয়েছিলেন নিখিল। এবার স্বামীর মঙ্গল কামনায় নুসরাত রাখলেন ‘করবা চৌথ’ এর ব্রত। নিয়ম মেনে পালন করলেন সমস্ত কিছু।

বিয়ের পর প্রথম ‘করবা চৌথ’ বলে কথা। স্পেশাল হবে এটাই স্বাভাবিক। এদিন নিখিল নিজ হাতে খাবার খাইয়ে ভাঙলেন নায়িকার উপোস। হাতে বরণডালা নিয়ে বরণও করে নিলেন নিখিলকে। সাংসদ-নায়িকা পরেছিলেন লাল রঙের সালোয়ার সুট। হাতে চূড়া। সব মিলিয়ে তিনি মোহময়ী।

ইনস্টাগ্রামে নুসরাত-নিখিলের ‘করবা চৌথ’-এর ছবি শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল। আর হবে না-ই বা কেন? দু’জনের মিষ্টি রসায়নে সেই কবে থেকেই তো বুঁদ নেটিজেনরা।

হিন্দু রীতি-নীতি পালনের জন্য বরাবরই কট্টরপন্থীদের সমালোচনার মুখে পড়েছেন নুসরাত। তাতে থোড়াই কেয়ার নুসরাতের। সমস্ত বিতর্ক উড়িয়ে দিয়ে তার বক্তব্য, আমি ঈশ্বরের বিশেষ সন্তান। আমার একটাই ধর্ম। তা হল মানবতা।

শুধু নুসরাতই নন, শ্রাবন্তীও রীতি মেনে মেতে উঠেছিলেন এই আনন্দ অনুষ্ঠানে। স্বামী রোশনের সঙ্গে পালন করলেন প্রথম ‘করবা চৌথ’-এর ব্রত।

ডেইলি বাংলাদেশ/টিএএস