Alexa কেবল স্ত্রী অনুমতি দিলেই বিশ্বকাপ খেলবেন ওয়ার্নার-ফিঞ্চ!

কেবল স্ত্রী অনুমতি দিলেই বিশ্বকাপ খেলবেন ওয়ার্নার-ফিঞ্চ!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৫৯ ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ১৪:০১ ২১ জানুয়ারি ২০২০

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুই নিয়মিত মুখ ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে দুজনই খেলবেন এটি মোটামুটি নিশ্চিত। তবে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলতে চাইলে বউয়ের অনুমতি নিতে হবে তাদের। বউ অনুমতি দিলেই কেবল সে বিশ্বকাপে খেলবেন ওয়ার্নার ও ফিঞ্চ, সম্প্রতি এমনই এক তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। টানা ক্রিকেট খেলার ফলে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছেন না তারা। ফলে সেই বিশ্বকাপের আগেই অবসর নিতে পারেন ফিঞ্চ ও ওয়ার্নার। তবে স্ত্রীরা চাইলে অবশ্যই বিশ্বকাপে খেলবেন ওয়ার্নার-ফিঞ্চরা। 

ডেভিড ওয়ার্নার এ বিষয়ে বলেন, ‘আমি আগে আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো। আমার এবং ফিঞ্চের বয়স ৩৬ ও ৩৭। আমার মনে হয় এটাই শেষ। বাকি তিন বছর পরিবারকে সময় দেয়াই উত্তম হবে।’

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই কি সব তুলে রাখা? এ প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘সামনে তাকাতে চাইলে বলবো আমি চাইবো ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলবো। তবে সামনে দীর্ঘ পথ বাকী আছে। যদি আমি সেখানে (ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ) থাকি তাহলে আমি নিজেকে ভাগ্যবান ভাববো। আমার স্ত্রী এ বিষয়ে অনেক সচেতন। আশা করি সে চাইবে আমি খেলি।’

ডেইলি বাংলাদেশ/এএল