Alexa কেনো বিয়ের সাজে আবুল হায়াত-দিলারা জামান?

কেনো বিয়ের সাজে আবুল হায়াত-দিলারা জামান?

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৪৬ ৫ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরেণ্য অভিনেতা আবুল হায়াত এবং গুণী অভিনেত্রী দিলারা জামান। এবার তাদের দেখা গেল ভিন্ন রূপে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বশে কয়েকটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে। যেখানে আবুল হায়াতকে দেখা গেছে মাথায় পাগড়ি, পরনে বিয়ের পাজামা-পাঞ্জাবি, আর দিলারা জামানকে দেখা যাচ্ছে বিয়ের শাড়ি পরণে।

এমন ছবি দেখার পরে অনেকেরই মনে প্রশ্ন, কেন বিয়ের সাজে তারা দু’জন। এছাড়া তাদের দু’জনকে ঘিরে আছে একদল তরুণ-তরুণী। 

এদিকে, আবুল হায়াতের বয়স এখন ৭৫ আর দিলারা জামানের ৭৬। খোঁজ নিয়ে জানা যায়, শুটিংয়ের প্রয়োজনে করা হয়েছে। প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক সমরেশ মজুমদারের ‘উৎসবের রাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে একটি ওয়েব সিরিজ। এতে এমন রূপে দেখা যাবে তাদের।

বায়োস্কোপ অরিজিনালের জন্য নির্মিত হয়েছে এ ওয়েব সিরিজটি। আলফা আই প্রযোজিত এ সিরিজ পরিচালনা করেছেন কলকাতার সায়ান দাসগুপ্ত। সম্প্রতি কলকাতায় টানা ৯ দিন এ সিরিজের শুটিং হয়েছে। এতে লাক্স তারকা সৈয়দা তাজ্জি একটি চরিত্রে অভিনয় করেছেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস