Alexa কেক খাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীর মৃত্যু

কেক খাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫৬ ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ১৫:৫৮ ২৭ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কেক খাওয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দেশটির কুইন্সল্যান্ড প্রদেশের হারভে বে শহরের একটি হোটেলে অস্ট্রেলিয়ান দিবসকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অস্ট্রেলিয়ান দিবস উপলক্ষে হারভে বে’র ‘দ্য বিচ হাউস হোটেলে’ চকলেট আর শুকনো নারকেলে তৈরি সুস্বাদু ‘লামিংটন কেক’ খাওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুসারে বলা ছিল, যে বেশি কেক খেতে পারবেন তিনিই বিজয়ী হবেন।

প্রতিযোগিতা শুরুর পর ৬০ বছর বয়সী ওই নারী কেক খেতে শুরু করেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর পরই অসুস্থ ওই নারীকে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী যখন অসুস্থ হয়ে পড়েন তখন তার মুখে এক টুকরা কেক ছিল। 

অস্ট্রেলিয়ান দিবসে খাওয়া প্রতিযোগিতা খুবই জনপ্রিয়। অনেক জায়গাতেই এ ধরনের খাওয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে যারা বেশি পরিমাণে কেক, পাই, হট ডগ কিংবা অন্যান্য খাবার সীমিত সময়ের মধ্যে খেতে পারেন তারাই বিজয়ী হন। 
 

ডেইলি বাংলাদেশ/জেএস