Alexa কৃষি খাতে বিনিয়োগের আগ্রহ মিশরের 

কৃষি খাতে বিনিয়োগের আগ্রহ মিশরের 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৬ ২৩ জানুয়ারি ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে মিশর। বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে দেশটির রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন এ আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য মিশরের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। এসময় বাংলাদেশের সঙ্গে মিশরের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও পর্যটন বিষয়ে সাধ্যমত কাজ করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ ও উৎকণ্ঠার কথাও জানান মিশরের রাষ্ট্রদূত। 

এসময় কৃষিমন্ত্রী বলেন, আমরা আমাদের কৃষি পণ্যের নতুন বাজার খুঁজছি। ঢাকা ও কায়রোর মধ্যে বোঝাপড়া অনেক চমৎকার উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যবসা ও বাণিজ্যে দু’দেশের সব সম্ভাবনাকে কাজে লাগতে সচেষ্ট রয়েছে বাংলাদেশ।

এসময় মিশরের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন কৃষিমন্ত্রী। বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অবস্থা তৈরির কথাও বলেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এসএএম